দত্তপাড়া, লক্ষ্মীপুরে অবস্থিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল ও হাসপাতাল (ইউনানী) এর উদ্দেগে ১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে কলেজ অডিটরিয়াম রুমে এক সেমিনারের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ কামরুল হাসান জাবেদ এর সভাপতিত্তে অত্র কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম চৌধুরী এর পরিচালনা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া স্যারের প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন মাহমুদ সোহেল ভূঁইয়া। সেমিনারে “সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অধিকার” বিষয়ক আলোচনা উপস্থাপন করা হয়। এছাড়াও বিভিন্ন বক্তা অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশুদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে তা আলোচনা করেন। বক্তারা বলেন তারা আমাদের ভাই-বোন, আত্নীয় স্বজন। তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সামাজের কাজে লাগাতে হবে। তাদেরকে অবহেলা নয় ভালবাসতে হবে। তবেই সবাই মিলে আমাদের এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোল যাবে।
অনুষ্ঠান শেষে অটিজম বৈশিষ্ট সম্পন্নদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।